Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউআইএসসি

১। ইউআইএসসি- কি ?

ইউনিয়ন ইনফরমেশন ও সার্ভিস সেন্টার।

 

২।ইউআইএসসি- লক্ষ ও উদ্দেশ্য  কি ?

জনগনের দৌড় গোড়াই সেবা প্রদান করায় হচ্ছেই ইউআইএসসি-র মুল লক্ষ ও উদ্দেশ্য।

 

৩। ইউআইএসসিতে- কি  কি সেবা দেওয়া হয় ?

ক্রমিক নং

সেবার নাম

০১।

অনলেইনে জন্ম নিবন্ধন

০২।

অন লাইনে বিশ্ববিদ্যালয়ে ভরতি

০৩।

মোবাইল ব্যাংকিং

০৪।

জীবন বীমা সেবা

০৫।

কৃষি তথ্য/ পরামশ

০৬।

স্বাস্হ্য তথ্য/ পরামশ

০৭।

শিক্ষা তথ্য

০৮।

চাকুরী তথ্য

০৯।

কম্পোজ

১০।

প্রিন্টিং

১১।

ফটোকপি

১২।

ছবিতোলা

১৩।

ই-মেইল

১৪।

স্কানিং

১৫।

ইন্টারনেট ব্রাউজ

১৬।

নাগরিক সেবা

১৭।

প্রশিক্ষন

১৮।

ডাউনলোড

১৯।

ভিডিও

২০।

অন্যান্য

 

 

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র

অবাধ তথ্য প্রবাহ জনগণের ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত। বিশেষ করে অনগ্রসরজনগনের মাঝে তথ্য প্রবাহ নিশ্চত করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান ইতিবাচক পরিবর্তন আনয়ন সম্ভব। তৃণমূল পর্যায়ে সকলের দোরগোড়ায় তথ্য ও সেবা পৌঁছে দিয়ে জনগনের ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার বিভাগ ওমাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) স্থাপন করা হয়। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হচ্ছে ডিজিটাল বাংলাদেশ- রূপকল্প ২০২১ বাসত্মবায়নে এমন একটি অত্যাধুনিক তথ্য সেন্টার (টেলিসেন্টার) যারমাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের দোড়গোড়ায় সহজে সুলভে ও দ্রুত তথ্য ওসেবা পৌঁছানো সম্ভব।

 


ইউআইএসসি এর উদ্যোক্তা/পরিচালক:

প্রতিটিইউআইএসসিতে দু’জন (একজন পুরম্নষ ও একজন মহিলা) প্রশিক্ষিত/দক্ষ/উদ্যোগী উদ্যোক্তা থাকবেন, যাদের তথ্য ও সেবা সন্ধান এবং তা প্রদানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা ও যথাযথ জ্ঞান থাকবে। ইসলামাবাদ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের পরিচালক/উদ্যোক্তা (পুরুষ): হাসিন মুহিব

পরিচালক/উদ্যোক্তা (পুরুষ): শেখ আসিফ ইকবাল


ইউআইএসসি ব্যবস্থাপনা:

কালিদাসপুর ইউআইএসসি পরিচালনার জন্য ৯ সদস্যের পরিচালনা কমিটি আছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান পদাধিকার বলে এই কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এইকমিটির মেয়াদ ০২ (দুই) বছর।


ইউআইএসসিতে তথ্য সেবার তালিকা এবং মূল্য:

কালিদাসপুর ইউআইএসসির তথ্যভান্ডারে তথ্য ও সেবা থাকবে দু’ভাবে- অফলাইন ও অনলাইনে। তথ্যভান্ডারে তথ্য ও সেবা সাজানো থাকবে এনিমেশন, ভিডিও, অডিও এবং টেক্সট-এই চার ফরমেটে।


ইন্টারনেটের মাধ্যমে তথ্য (অনলাইন):

কালিদাসপুর ইউআইএসসিতে ইন্টারনেট সংযোগ আছে যার মাধ্যমে ইউনিয়নের যে কোন ব্যক্তি সারা পৃথিবীর সঙ্গে যোগযোগ স্থাপন করতে সক্ষম হয়। দেশী ও বিদেশী বিভিন্ন ওয়েব সাইট থেকে প্রয়োজন অনুযায়ী যে কোন তথ্য খুঁজে পাওয়া সম্ভব।


অফলাইন তথ্যভান্ডার:

ইন্টারনেটের বাইরে এক বিশাল তথ্যভান্ডার আছে কালিদাসপুর ইউআইএসসিতে। এই (অফলাইন) তথ্যভান্ডারে আছে জীবিকা ভিত্তিক বিভিন্ন তথ্য সেবা; যেমন- কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, কর্মসংস্থান, বাজার, বিভিন্ন সরকারী ফরমপ্রভৃতি।


বাণিজ্যিক সেবা (১):

কালিদাসপুর ইউআইএসসিতে সুলভ মূল্যে বাণিজ্যিক সেবা পাওয়া যায়। যেমন-ই-মেইল পাঠানো, ইন্টারনেট ব্রাউজিং করা, কম্পিউটার কম্পোজ করা, প্রিন্টিং করা, রঙ্গিন ছবিতোলা, স্ক্যানিং করা, মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া দেওয়া, মোবাইল ব্যাংকিং, টেলিমেডিসিন সার্ভিস প্রভৃতি।


বাণিজ্যিক সেবা (২):

বাংলঅদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধিনে কালিদাসপুর ইউআইএসসিতে সুলভ মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ এবং বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা আছে। দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ হবে সহজ, সুলভ ও স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন আয় বৃদ্ধিমূলক উদ্যোগের ওপর। যেমন সম্প্রতিক কালে উক্ত সেবা কেন্দ্রের মাধ্যমে বৃহত্তর ঈদগাহ এর শিক্ষিত প্রায় শতাধিক তরুন-তরুনীকে আউট সোর্সিং এর উপর প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরীতে ভূমিকা রেখে যাচ্ছে।

 

পরামর্শ সেবা:
কালিদাসপুর ইউআইএসসি থেকে যাতে করে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত পরামর্শ সেবা (যেমন কৃষি, স্বাস্থ্য প্রবৃতি বিষয়ে) পাওয়া যায় তা নিশ্চিত করেছে ইউনিয়ন পরিষদ। পরামর্শ সেবার মধ্যে থাকবে মাটি পরীক্ষা সার ও কীটনাশক প্রয়োগ, মাছচাষ, স্বাস্থ্য, ভূমি রেজিস্ট্রেশন, আইন বিষয়ক পরামর্শ প্রভৃতি।


তথ্য সেবার মূল্য:

ইউআইএসসিতে অফলাইন তথ্যভান্ডারের সকল তথ্য বিনামূল্যে সরবরাহ করা হয়। তবে অফলাইনের কোন তথ্য ও সেবা টেক্সট আকারে পিন্ট করে নিতে হলে তার জন্যে ই্উআইএসসি কর্তৃক নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে। অনলাইন ভিত্তিক সকলতথ্য ও সেবা মূল্য পরিশোধ করে সংগ্রহ করতে হবে। সকল বাণিজ্যিক সেবা ইউআইএসসি কর্তৃক নির্ধারিত মূল্য পরিশোধ করে।তবে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের পরামর্শ সেবা বিনামূল্যে পাওয়া যাবে।